জেদ্দার নতুন কনস্যুলেট জেনারেল মোহাম্মদ নামজুল হক
পোস্ট রিপোর্ট : জেদ্দার কনস্যুলেট জেনারেল ফয়সল আহমদকে বদলি করা হয়েছে। নতুন কনস্যুলেট জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বার্মিংহামের সহকারী হাই কমিশনার মোহাম্মদ নাজমুল হককে।
সংস্থাপণ মন্ত্রনালয়ের পরিচালক সেলী সালেহীন স্বাক্ষরিত এক পত্রে আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শীঘ্রই তিনি এই পদে যোগদান করবেন।
একাধিক সূত্র জানিয়েছে, সৌদি আররে জেদ্দা কনস্যুলেটকে ঘিরে শক্তিশালী একটি সিন্ডিকেট কাজ করছে। কনস্যুলেটের কতিপয় দুর্ণীতিবাজদের সাথে
যুক্ত হয়ে লেবার ভিসায় যাওয়া কতিপয় লোক দলীয় পরিচয় দিয়ে নানা অসৎ কর্মে লিপ্ত রয়েছে। চক্রটি বার্মার নাগরিকদের বাংলাদেশী পাসপোর্ট করে দেওয়া, তাদের পাসপোর্ট রিন্যুউ করাসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
ফয়সল আহমদ জেদ্দায় কনস্যুলেট জেনারেল হিসেবে যোগদান করার পর ওই চক্রটি দমনে শক্ত অবস্থান গ্রহণ করেন। যার ফলে কনস্যুলেট অনেকটা দালালমুক্ত হয়। এতে করে তাকে ঘরে বাহিরে অনেকটা যন্ত্রনা পোহাতে হয়েছে।