জগন্নাথপুরে নৌকার জন্য ভোট চাইলেন ব্যারিষ্টার ইমন
মোঃ আলী হোসেন খান:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জগন্নাথপুর বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূইয়া এর সমর্থনে শুক্রবার সন্ধ্যা রাতে কেশবপুর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গ্রামের সোনাফর আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ্ রুহেল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদূর রহমান ফারুক, নৌকার প্রার্থী পৌর মেয়র মিজানুর রশিদ ভূইয়া,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অধ্যাপক শাহ আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, বিজন কুমার দেব, পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান সিরাজুল হক,আব্দুল কাইয়ুম মশাহীদ,সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম,উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে । উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান করেছেন পৌরবাসীকে।
এসময় পৌর মেয়র মিজানুর রশীদ ভুঁইয়া বলেন আমি নির্বাচিত হলে কেশবপুর গ্রাম থেকে ৬ মাসের মধ্যে সকল সাঁকো তুলে ব্রিজ ও কালবার্ড দেওয়া হবে ও পৌর কর টেক্সস ১০% কম নিব। এসময় উঠান বৈঠক জনসভায় পরিণত হয়ছে শত শত জনতা উপস্থিত ছিলেন।