ব্রিটেনে স্মল বিজনেসের জন্য ৩ বিলিয়ন পাউন্ড গ্রান্ড দেবে সরকার

Published: 9 January 2021

মো: রেজাউল করিম মৃধা : কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারি বর্তমানে সব চেয়ে কঠিন সময় পার করছে ব্রিটেন। চলছে লক ডাউন এরপরও লন্ডন মেয়র সাদিক খান লন্ডনে জরুরী অবস্থা ঘোষনা করেছেন। একে বারে জরুরী না হলে ঘর থেকে বের হওয়া নিষেধ করা হয়েছে।

এর মাঝেও অর্থনীতির চাঁকা সচল রাখতে ব্রিটিশ চ্যাঞ্চেলর ঋষি সুনাক ক্ষুদ্র ব্যাবসায়ীদের জন্য ৩ বিলিয়ন পাউন্ডের গ্রান্ট ঘোষনা করলেন।

প্লামবার্স, ইলেক্ট্রিশিয়ান, মিউজিশিয়ামসহ যে কোন লিমিটেড কোম্পানী এই গ্রানড পাবেন।

দি ফেডারেশন অফ স্মল বিজনেস অথরিটির বরাবর অতি সহজে আবেদন করতে পারেন। তবে( ACCA) কোয়ালিফাইড একাউন্টেন্টের মাধ্যমে আবেদন করলে আপনার জন্য ভালো হবে।

এখন দেখা যাক কারা কারা পাচ্ছেন আর কারা কারা পাচ্ছেন না-

১/ যে কোন স্মল বিজনেস বা ক্ষুদ্র ব্যাবসায়ী এই গ্রান্ড পাবেন।

২/ প্লামবার্স, ইলিক্ট্রিশিয়ান, মিউজিশিয়ান এমন কি যে কোন লিমিটেড কোম্পানী এই গ্রান্ড পাবেন।

৩/ নিজস্ব ব্যবসার ইনকামের শতকরা ৮০ পার্সেন্ট গ্রান্ড পাবেন। এখন আপনি সারা বছর কত ইনকাম করেছেন যদি সঠিক হিসেব থাকে তাহলে তার থেকে শতকরা ৮০ ভাগ অর্থ গ্রান্ড পাবেন।

৪/ ডিরেক্ট ইনকাম সাপোর্ট স্কীমের মাধ্যমে এই অর্থ পাবেন।

৫/ আগামী ৬ সপ্তাহ পর্যন্ত আপনি স্মল বিজনেসের গ্রান্ডের জন্য আবেদন করতে পারবেন।

৬/ যাদের ব্যাবসা বাৎসরিক আয় ৫০ হাজার পাউন্ডের নিচে সেই সব প্রতিষ্ঠান বা ব্যবসায়ী গ্রান্ড পাবেন ৭.৫০০ পাউন্ড।

৭/ এই ক্ষুদ্র ব্যাবসায়ী বা স্মল বিজনেসের জন্য ৩ বিলিয়ন পাউন্ড ঘোষনা করেছে সরকার।

কারা কারা পাচ্ছেন না :
১/ যারা ফার্লো পাচ্ছেন।

২/ যারা এই করোনাভাইরাসের সময় একবার বিজনেস লোন নিয়েছেন এবং

৩/ যাদের ব্যাবসায় বাৎসরিক ইনকাম ৫০ হাজার পাউন্ডের উপরে তারা এই স্মল বিজনেস গ্রান্ড পাবেন না।

চ্যাঞ্চেলর ঋষি সুনাক ডেইলি মেইলের সাথে এক স্বাক্ষাৎকারে বলেন,” করোনাকালীন সময় সরকার ব্যবসায়ীদের জন্য বারবার অনুদান, গ্রান্ট, লোন, ফার্লোসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছে। তৃতীয় জাতীয় লক ডাউনে স্মল বিজনেস দের জন্য ৩ বিলিয়ন পাউন্ড অনুদান করতে যাচ্ছে যাতে স্মল বিজনেস গুলি টিকে থাকে। এই প্রজেক্ট প্রায় ৬০০,০০০ ব্যবসা প্রতিষ্টান উপকৃত হবে। এছাড়া ৫৯৪ মিলিয়ন পাউন্ড ডিসক্রেশনারী ফান্ড ক্ষতি গ্রস্ত ব্যাবসায়ীদের মাঝে বন্টন করা হয়েছে”।

বৃটিশ সংসদে লিব ডেমের এমপি টিম ফারম সরকারের সমালোচনা করে বলেন,” ১০ মাস পর চ্যাঞ্চেলরের বোধগম্য হয়েছে স্মল ব্যাবসায়ী আছে এবং এই করোনা মহামারিতে তারা দারুন ভাবে ক্ষতিগ্রস্ত। স্মল বিজনেস দের জন্য আরো আগেই গ্রান্ট দেওয়া উচিত ছিলো,”।

একেবার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা এমন কি ব্যাক্তি মালিকানা ছোট ছোট কম্পানী গুলি লোন বা গ্রান্ড পাবেন। সরকার একেবারে ছোট ব্যাবসায়ীদের সহযোগিতা করে অর্থনৈতিক চাঁকা সচল রাখতে বধ্য পরিকর।