জুড়ীতে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

Published: 10 January 2021

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত। ঘটনাটি আজ রোববার( ১০ ই জানুয়ারী) দুপুর ১২.৫৫ টায় জুড়ী – লাটিটিলা সড়কে (কলেজ রোড) স্বরণরায় ব্রীজ এলাকায় ঘটেছে।

জানা যায়,জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মৃত আব্দুল মুক্তাদির ( চেরাগ আলী) র পুত্র এবং উপজেলা জামাতের সাবেক আমির মাওঃ মোঃ আব্দুর রহমান এর ভাতিজা ক্রিকেটার হোসাইন আহমদ(২৪) জুড়ী কলেজ মাঠে ক্রিকেট খেলায় যাওয়ার পথে লাটিটিলা থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্বক আহত হন। সাথে সাথে জুড়ী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সরেজমিনে জানা যায়,কলেজ মাঠে গত কয়েকদিন থেকে ক্রিকেটার ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ ( কোয়াব) জুড়ী কর্তৃক মোঃ শাহাব উদ্দিন এমপি প্রাইজমানি এন্ড প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট খেলা চলছে। আজ ২য় পর্বে বিশ্বনাথপুর শাপলা তরুন সংঘ বনাম হামিদপুর সমাজকল্যাণ সংস্হার মধ্যে নির্ধারিত খেলা ছিল। নিহত হোসাইন আহমদ বিশ্বনাথপুর শাপলা তরুন সংঘের একজন অতিথি খেলোয়াড় হিসেবে ১ম ম্যাচে ও অংশগ্রহণ করে জয়লাভ করে।কোয়াব জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির আহমদ তানিম জানান,একজন খেলোয়াড় খেলায় আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়ায় আজকের খেলা স্হগিত করা হয়েছে।আমরা কোয়াবের পক্ষ থেকে তার মাগফিরাত কামনা করি। জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী বলেন, দীর্ঘদিন থেকে এই ব্রীজটি ঝুঁকিপূর্ণ ছিল।নতুন কাজটি ও সড়ক ও জনপথ গাফিলতির মধ্যে নিম্নমানের করায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আজকের ঘটনাটি ও ব্রীজের কাজের ফিনিসং না থাকায় ঘটেছে।নিহত হোসাইন এর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হবে।