ব্রিটেনে এপ্রিল থেকে বাড়ছে কাউন্সিল ট্যাক্স

Published: 10 January 2021

মো: রেজাউল করিম মৃধা : ব্রিটেনে কভিড-১৯ বা করোনাভাইরস মহামারির মাঝে সরকারের বাজেটে বা অর্থনৈতিক সহযোগিতার জন্য কাউন্সিল ট্যাক্স বাড়ানোর ঘোষনা দিলেন চ্যাঞ্চেলর ঋষি সুনাক।

চ্যাঞ্চেলর ঋষি সুনাক বলেন, “বাসার ক্যাটাগরি অনুযায়ী “এ থেকে এইচ “ পর্যন্ত বিভিন্ন ব্রান্ডের বাসার উপর নির্ভর করে শতকরা ৫ পার্সেন্ট পর্যন্ত কাউন্সিল ট্যাক্স বাড়ানো হবে। তিনি বলেন কাউন্সিল ট্যাক্স বাড়ানো নতুন কিছু নয়। বিভিন্ন সময়ই বাড়ানো হয়েছে। তবে এবারের প্রেক্ষপট ভিন্ন করোনা মহামারিতে সরকার বিভিন্ন ভাবে ব্যবসায়ী, শ্রমিক , প্রতিষ্ঠানসহ প্রায় সব জনসাধারন কেই সহযোগিতা দিয়ে আসছে। কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি জনসাধারন কে মেনে নেওয়ার অনুরোধ জানান।সরকার অনেক ভর্তুকী দিয়েছে এবার আপনারাও সরকারকে সহযোগিতা করুন।

চ্যাঞ্চেলর ঋষি আরো বলেন, শুধু ইকোনোমিক ইমার্জেন্সির কারনে কাউন্সিল ট্যাক্স বাড়ানো হচ্ছে। কেননা আন ইমপ্লয়মেন্ট বৃদ্ধি পেয়েছে শতকর ৪.৯ পারসেন্ট এবং জব লেস হয়েছে ১.৭ মিলিয়ন মানুষ।

লেবার লিডার স্যার কেয়ার স্টেমার বলেন, “কাউন্সিল ট্যাক্স যেন অসহায় এবং গরীবদের বেশী সমস্যায় না ফেলে সেদিকে নজর দিয়ে ব্যান্ড ডি হাউজ হোল্ডদের শতকরা ৫% পারসেন্ট বাড়ানোর পক্ষে মত ব্যাক্ত করেন”।

যেভাবে কাউন্সিল বাড়ানো হবে:-
১/ ২০২১ সালের এপ্রিল থেকে বাসার সাইজ, অবস্থান, কন্ডিশন, স্ট্যান্ডার্ড , বাসার নির্মান বয়স, বাড়ী বা ফ্লাট, মর্ডানাইজ অথবা পুরাতনের উপর ভিত্তি করে A থেকে H পর্যন্ত ব্যান্ড করা হয়েছে।

২/ ব্যান্ড অনুযায়ী শতকরা ২% থেকে ৫% পারসেন্ট পর্যন্ত কাউন্সিল ট্যাক্স বাড়ানো হবে।

৩/ ডি ক্যাটাগরির হাউজ হোল্ডদের £১০৫ থেকে £ ২০০ পাউন্ড পর্যন্ত বাড়ানো হবে।

৪/ এইচ ক্যাটাগরিতে £২১২ পাউন্ড পর্যন্ত কাউন্সিল ট্যাক্স বাড়ানো হবে।

৫/ “এ” ক্যাটাগরির হাউজ সব চেয়ে কম কাউন্সিল ট্যাক্স প্রদান করে থাকে অনেক সময় কাউন্সিল ট্যাক্স মউকুব করে দেওয়া হয়।

৬/ ২০০৩ সালের পর ২০২১ সালে কাউন্সিল ট্যাক্স পূনরায় ঢেলে সাজানো হচ্ছে।

৭/ কাউন্সিল ট্যাক্স ৫% পারসেন্ট বাড়ানো হলেও গত ৩০০ বছরের মধ্যে এমন রেসেশন আর দেখা দেয় নাই।

৮/ প্রতিটি বাসার কাউন্সিল ট্যাক্সের সাথে £৯০ পাউন্ড একটি সীমাবদ্ধতা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের ।

প্রধানমন্ত্রী বরিস জনসন কাউন্সিল ট্যাক্স স্থানীয় কাউন্সিল বা স্থানীয় সরকারের উপর দায়িত্ব দিয়ে বলেছেন,”কাউন্সিল ট্যাক্স বাড়ানো ও আদায় করার দায়িত্ব স্থানীয় কাউন্সিলের,”।

আগামী এপ্রিল থেকে শতকরা ৫% কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি কার্যকর হবে। বাৎসরিক £৯০ পাউন্ড থেকে সর্বোচ্চ £২১২ পর্যন্ত যোগ হবে। ব্রিটেনের সব কাউন্সিলে এই একই নিয়ম।