৯২টি উন্নয়নশীল দেশে এক বিলিয়ন ভ্যাকসিন সরবরাহ করবে ব্রিটেন

Published: 10 January 2021

পোস্ট ডেস্ক :  ভ্যাকসিন সরবরাহ তহবিলে এক বিলিয়ন ডলার অনুদান নিশ্চিত করেছে ব্রিটেন।

এটি বাংলাদেশসহ বিশ্বের ৯২টি উন্নয়নশীল দেশে এ বছরই এক বিলিয়ন করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ করবে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এই কথা জানিয়েছে। ম্যাচ-ফান্ডিং প্রকল্পের অধীনে ভ্যাকসিন সরবরাহে এএমসি তহবিলে এখন পর্যন্ত ১.৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা পাওয়া গেছে। ব্রিটেন জানিয়েছে, দাতাদের প্রতিশ্রুত প্রতি ৪ ডলারের সঙ্গে ১ পাউন্ড ম্যাচিংয়ের পর দেশটি ভ্যাকসিন সহায়তায় কোভেক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টের (এএমসি) অধীনে বাড়তি আরো ৫৪৮ মিলিয়ন পাউন্ড তহবিল সরবরাহে অঙ্গীকার করেছে।