সুনামগঞ্জে নাদের বখত বিপুল ভোটে জয়ী
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোর্শেদ আলমকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীক নিয়ে নাদের বখত পেয়েছেন ২১ হাজার ৬৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মোর্শেদ আলম পেয়েছেন ৫ হাজার ৮৮৫ ভোট।
শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পৌরসভার ২৩ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের পর সন্ধ্যায় রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
এদিকে, নাদের বখত সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠন প্রয়াত হোসেন বখতের ছেলে। তাঁর দুই সহোদর প্রয়াত মনোয়ার বখত নেক ও প্রয়াত আয়ুব বখত ইতোপূর্বে পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছিলেন। মেয়র থাকাকলীন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত জগলুলের মৃত্যুর পর অনুষ্ঠিত উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকেও বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন নাদের বখত। তাঁর বিজয়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।