বিয়ানীবাজারে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমধর্মী সমাবেশ
স্টাফ রিপোর্টার : বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতাকে সাথে নিয়ে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালালেন বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির।
রবিবার রাতে ইউনিয়নের কাজির বাজারে তিনি এলাকাবাসীকে নিয়ে মত বিনিময় সভায় মিলিত হন। সভাটি এক পর্যায়ে সমাবেশে পরিণত হয়। দল মত নির্বিশেষে সকল শ্রেনী ও পেশার মানুষজন উপস্থিত হয়ে আওয়ামীলীগের ক্লীন ইমেজের এই নেতার বক্তব্য শুনেন। এ সময় বর্তমান চেয়ারম্যান ও জামায়াত নেতা আবুল খায়ের মঞ্চে উপস্থিত ছিলেন। তবে তিনি বক্তব্য রাখেন নি।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী ও আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, আব্দুশ শুকুর, আসাদ উদ্দিন, ফয়জুল ইসলাম, হাজী আব্দুল মন্নান, জয়নাল উদ্দিন, সমস উদ্দিন, কাওসার আহমদ, প্রবাসী সুলেমান আহমদ, যুবলীগ নেতা সুলতান আহমদ টিপু, মনসুর রহমান ঝিমু, শরিফ আহমদ, ছাত্রলীগ নেতা এ এইচ মাহবুব, ছাব্বির আহমদ, নাহিদ চৌধুরী রোটারিয়ান মিজানুর রহমানসহ আরো অনেকে। সাইফুল আলম রুকনের পরিচলনায় সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আব্দুশ শুকুর।
হুময়ুন কবির বলেন, আমার ইউনিয়নের মানুষের ভালোবাসা দেখে আমি অভিভূত। দল মত নির্বিশেষে সকলে মিলে আমাকে সমর্থন জানাতে আমার ডাকে সাড়া দিয়ে এই শীতের মধ্যেও এখানে এসেছেন। তিনি বলেন, আমি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। মানুষের সুখে দু:খে পাশে থাকার চেষ্ট করছি।
তিনি বলেন, আগামী নির্বাচন দলীয় প্রতিকে হলে আমি আপনাদের পাশে থাকার জন্য দলীয় মনোনয়ন চাইব। দল আমাকে মনোনয়ন দিলে আমি ভোট চাইতে আপনাদের পাশে যাব। আশা করি ইউনিয়নের উন্নয়ন ত্বরান্বিত করার স্বার্থে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।