জলাতঙ্ক নির্মূলে টিকাদান বিষয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত

Published: 8 March 2021

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে জলাতঙ্ক রোগ নির্মুলে টিকাদান বিষয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ ৮ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভায় বলা হয়,২০২৩ সালের মধ্যে দেশকে জলাতঙ্ক রোগ মুক্ত করতে ব্যাপকহারে কুকুরকে টিকাদান করা হবে। এতে সকলের সহযোগিতায় জলাতঙ্ক রোগ মুক্ত দেশ গড়া সম্ভব হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহের সভাপতিত্বে এ অবহিতকরন সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিন আহমদ চৌধুরী,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ ইমরান আহমদ, এমডিভি সুপারভিশন কর্মকর্তা রাজিন সালেহ,এমডিভি সুপারভাইজার আব্দুর সোহরাব আহমদ
প্রমুখ।
আগামী ১০ মার্চ থেকে জুড়ী উপজেলার প্রত্যেক টি ইউনিয়নে কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।