জিব্রানের ‘গহিরা’

Published: 15 March 2021

ভাল রহস্য গল্প বা উপন্যাসে কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে। থাকে কিছুপ্রাণবন্ত চরিত্র যা পাঠের বহু দিন পরেও মনকে বিমোহিত করে। গল্পটিএকটি অপরাধের ভিত্তিতে তৈরী হয়। এমনই একটি গল্প ‘গহিরা’। লেখকগল্পে একটি চমৎকার ধাঁধা গড়ে তুলেছেন। গল্পটির প্রতিটি জায়গায় যেনরহস্য সূত্র স্থাপন করেছেন লেখক। বিভিন্ন ছাড়ে চমৎকার এই বইটি প্রিঅর্ডার চলছে রকমারি.কম,বই বাজার.কম,দূরবীন.কম ও শব্দশৈলী এরফেইসবুক পেজে।

 

বইমেলায় জিব্রানের ‘গহিরা’

জিব্রান। সবার কাছে সুপরিচিত নাম। শুরুটা হয়েছিল রেডিও জকি দিয়ে। তারপর তার কথা দিয়ে সে সবার মনে জায়গা করেনেয়। এবারের বইমেলায় আসছে তার লেখা প্রথম বই ‘গহিরা’। গল্পে একজন আন্ডার কভার পুলিশ অফিসার ও তার দল দীর্ঘসময় ধরে একটা তথ্য খোঁজার চেষ্টা করছিল কিন্তু সে তথ্যের জায়গায় অন্য একটা তথ্য তাদের হাতে লাগে। এখান থেকেই শুরুহয় তাদের অভিযান। কে বা কারা এর পেছনে জড়িত,তারা শেষ পর্যন্ত পৌঁছাতে পারে কি না তাদের কাছে এবং বর্তমানে হতে লাগাতথ্যের সাথে পূর্বের খোঁজ করা তথ্যের কোন সম্পর্ক আছে কি না এসব জানতে বইটি পড়তে হবে।

উপন্যাসটির একটি আকর্ষনীয় ব্যাপার হচ্ছে লেখক গল্পটিকে ৪টি পর্বে ভাগ করেছেন। পর্বের নামগুলো বড়ই অদ্ভুত।ডেরিনকুয়ু,নোডোসৌরিডি,কুম্মাকিভি ও নামিবিয়া। এছাড়াও ব্যবহার করেছেন ৪ পর্বে মোট ৫টা সিম্বল। এই পর্বগুলোর এমননামকরণের অর্থ এবং চার পর্বে ৫টা সিম্বল ব্যবহারের কারণ জানতে হলে পুরো গল্পটা না পড়লে এসব বোঝা অসম্ভব।

বিভিন্ন ছাড়ে চমৎকার এই বইটি প্রি অর্ডার চলছে রকমারি.কম,বইবাজার.কম,দূরবীন.কম ও শব্দশৈলী এর ফেইসবুক পেজে।