দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৮৭

Published: 18 March 2021

পোস্ট ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬২৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২১৮৭ জন। মোট শনাক্ত ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৫৩৪ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২১২ টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৯২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৩ লাখ ৪৯ হাজার ১৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৪৫শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।