চুয়াডাঙ্গায় নেতার লাশ নিয়ে কর্মীদের মিছিল
পোস্ট ডেস্ক : চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে জাহাঙ্গীর আলমের লাশ নিয়ে মিছিল শুরু হয়। শহর প্রদক্ষিণ শেষে মিছিল এসে শেষ হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে।
মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-০১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, যুবলীগ নেতা আব্দুল কাদের, আরেফিন আলম রঞ্জু ও মোহাইমান হাসান জোয়ার্দ্দার অনিক প্রমূখ।
প্রতিবাদ সভা থেকে বলা হয়, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যার সঙ্গে জড়িতদের পুলিশ আগামী শনিবারের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে রবিবার আধাবেলা হরতাল ও বিকেলে প্রতিবাদ সমাবেশ করা হবে।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে বুধবার বিকেলে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। চিত্রা নদী থেকে বালু তোলার বিরোধে এ হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে পুলিশের ধারণা। এ ব্যাপরে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এরপরই লাশ নিয়ে শুরু হয় মিছিল।