লাল-সবুজ রংয়ের আলোকিত ‘লন্ডন আই’
ব্রিটেনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালিত

Published: 27 March 2021

পোস্ট ডেস্ক : ব্রিটেনে সরকারি-বেসরকারি উদ্যোগে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উৎসব পালিত হয়েছে।

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের বাইরে ৯ মাসব্যাপী অনুষ্ঠান পালনের প্রথম দিন শুক্রবার সকালে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র জন বিগস ও বাংলাদেশর হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। বিকাল ৩টায় লন্ডন হাইকমিশনের উদ্যোগে ‘বাংলাদেশ ও ব্রিটেনের পঞ্চাশ বছরের কূটনীতিক সম্পর্ক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান, সন্ধ্যায় টেমস নদীর তীরে প্রথম বারের মতো ‘লন্ডন আই’ লাল-সবুজ রংয়ের আলোকিত হয়ে উঠে। বাংলাদেশের পতাকার রংয়ে আলোকিত এই স্থাপনা সবাইকে বিশেষ করে বৃটেনবাসীকে বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের ঘনিষ্ঠ সম্পর্ককে স্মরণ করিয়ে দিয়েছে। সরকারের লকডাউন নীতিমালা ও করোনা ভাইরাস নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা উদযাপনে শুধুমাত্র আলোকসজ্জা করা হয়। তবে জনসাধারণকে তা দেখার জন্য বাইরে যেতে উৎসাহিত না করে সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করা হয়। যা বেশির ভাগ বাংলাদেশী ঘরে বসেই উপভোগ করেন।

অর্ধমিলিয়নের বেশি বাংলাদেশী বসবাসকারী ব্রিটেনে লন্ডন আই ছাড়াও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের জন্য বড় বড় শহরগুলোর গুরুত্বপূর্ণ বিল্ডিং ও দর্শনীয় স্থানে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এরমধ্যে রয়েছে লন্ডন শহরের ক্যানারী হোয়ার্ফ, মানচেস্টার সেন্ট্রাল লাইব্রেরি, এডিনবরার চেম্বার অব অব কমার্স বিল্ডিং ও সিটি এয়ারপোর্ট, নথার্ম্পটন ইউনিভার্সিটি বিল্ডিং, নিউক্যাসলের মিলেনিয়াম ব্রিজ, বার্মিংহ্যাম সেন্ট্রাল লাইব্রেরি, কার্ডিফ ক্যাসল শুক্রবার সন্ধ্যায় লাল-সবুজ রংয়ে আলোকিত হয়ে উঠে।
পাশাপাশি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনকে সাজানো হয় আলোক সজ্জায় এবং দেশটির রাজকীয় গির্জা ওয়েস্ট মিনিস্টার অ্যাবের উপরে উত্তোলন করা হয়েছে বাংলাদেশরে জাতীয় পতাকা। এছাড়া লন্ডন শহরের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আগামী ডিসেম্বর পর্যন্ত নয় মাসব্যাপী বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করতে নানা অনুষ্ঠান হাতে নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৯ মাসের সংগ্রামকে সম্মান জানাতেই এমন উদ্যোগ নেয়া হয় কাউন্সিলের পক্ষ থেকে।

এদিকে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রিটেনের বাংলাদেশী বিভিন্ন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। লন্ডন আই লাল-সবুজে আলোকৃত করতে ব্রিটিশ বাংলাদেশী পাওয়ার এ্যান্ড ইন্সপিরেশন(বিবিপিআই) এবং লাস্ট মিনিটি ডটকম ও লন্ডন আই পার্টনারশিপের ভিত্তিতে এ অনন্য উদ্যোগ নেয়া হয়।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, যুবরাজ চার্লস ও দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এবং বিরোধীদল লেবার লিডার স্যার কেয়ার স্টারমার বানীর মাধ্যমে বাংলাদেশর জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি লন্ডন শহরের বেথনাল গ্রিন-বো আসনের সংসদ সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী এক ভিডি বার্তায় বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ত্যাগ স্বীকারকারীদের কাছে আমরা ঋণী।