মাদারীপুরে কচুরিপানার ভেতরে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ
বিশেষ সংবাদদাতা : মাদারীপুরের কালকিনিতে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের একটি খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মোয়াজ্জেম সরদার (৪২) ও তার স্ত্রী মোকসেদা বেগম (৩৪)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম ও স্ত্রী মোকসেদা বেগম গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর খালের কচুরিপানার ভেতরে দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, নিহত মোয়াজ্জেম একটি লুট মামলার সাক্ষী ছিলেন। এর জের ধরেই হয় তো এ ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে দুজনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বলা যাবে কীভাবে হত্যা করা হয়েছে।