ঢাকায় করোনা রোগীর আত্মহত্যা

Published: 17 April 2021

পোস্ট ডেস্ক : রাজধানীর মুগদা থানাধীন মুগদা জেনারেল হাসপাতালের চিরকুট লিখে ১১ তলা থেকে লাফিয়ে পড়ে হাসিব ইকবাল হক (মনি) (৫০) নামের এক করোনা রোগী আত্মহত্যা করেছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুগদা থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালের ১১ তলায় একটি কেবিনে ভর্তি ছিলেন তিনি। আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই কেবিনে একটি চিরকুট লিখে ১১ তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। আমরা ওই হাসপাতাল থেকে মরদেহ ১২.৫০ মিনিটের সময় উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরো জানান, নিহতের বাবার নাম মৃত ইমদাদুল হক। বর্তমানে ৪৫/ বি /২ নিউ স্কাটনের একটি বাসায় থাকতেন।