শপথ নিলেন আসামের নতুন মুখ্যমন্ত্রী

Published: 10 May 2021

পোস্ট ডেস্ক :


আসামের ১৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা হিমান্ত বিশ্বশর্মা। আজ সোমবার রাজ্যের গভর্নর জগদীশ মুখী, বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডা ও অন্য নেতাদের উপস্থিতিতে তিনি শপথবাক্য পাঠ করেন। টুইটারে তাকে মুখ্যমন্ত্রীর শপথ নেয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের স্থলাভিষিক্ত হয়েছেন হিমান্ত বিশ্বশর্মা। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিজেপির পক্ষে জোয়ার আনার জন্য তাকেই কৃতীত্ব দেয়া হয়। খবরে বলা হয়েছে, কে হবেন আসামের নতুন মুখ্যমন্ত্রী তা নিয়ে রোববার দিল্লিতে বিজেপি প্রধান জেপি নাড্ডার সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এক বৈঠক হয়। সেখানেই হিমান্ত বিশ্বশর্মাকে মুখ্যমন্ত্রী হিসেবে বাছাই করা হয়।
২০১৫ সালে আসামে ক্ষমতাসীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-এর খুব ঘনিষ্ঠ ছিলেন হিমান্ত বিশ্বশর্মা। কিন্তু তিনি ওই সময় মনে করেন, তাকে একপেশে করে রাখা হয়েছে। ফলে ২০১৫ সালেই তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে বিজেপির পক্ষে প্রচারণা চালান এবং তার প্রচারণার ওপর ভর করে ক্ষমতাসীন কংগ্রেসকে নির্বাচনে পরাজিত করে বিজেপি। তারা সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী বানানো হয় সর্বানন্দ সনোয়ালকে। এবার নির্বাচনে দল বিজয়ী হওয়ায় তার স্থলে মুখ্যমন্ত্রী করা হলো হিমান্ত বিশ্বশর্মাকে। মুখ্যমন্ত্রী ঘোষণার পর তিনি টুইটারে রাজ্যের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্য এক টুইটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, আমার জীবনের সবচেয়ে বড়, উত্তম দিন এটা। আপনার উদার স্নেহ প্রত্যাশী আমি। আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আপনার দৃষ্টিভঙ্গিকে আরো উপরে নিয়ে যেতে কোনো কাজই অসম্পূর্ণ রাখবো না। আপনাকে এ নিশ্চয়তা দিচ্ছি।