ভারতে পরিস্থিতি মারাত্মক উদ্বেগজনক- হু

Published: 15 May 2021

পোস্ট ডেস্ক :


ভারতে করোনা পরিস্থিতিকে এখনও ‘হিউজলি কনসার্নিং’ বা মারাত্মক উদ্বেগজনক বলে অভিহিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেডরোস আধানম ঘেব্রেয়েসাস। তিনি বলেছেন, জরুরি অবস্থার মতো পরিস্থিতিতেও ভারতে বিধিনিষেধ ছিল না। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এদিন তিনি আরো বলেন, গত বছরের চেয়ে এ বছর করোনা পরিস্থিতি বিশ্বে আরো ভয়াবহ হবে। তিনি বলেছেন, ভারতে এখনও উদ্বেগজনক পরিস্থিতি। কিছু রাজ্যে মারাত্মক রকম দেখা দিয়েছে করোনা সংক্রমণ। হাসপাতালে ভর্তি এবং মৃত্যু বেড়েছে।