জুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড : ৫ দোকান ভস্মিভূত
জুড়ী সংবাদদাতা :
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাচটি দোকান ভস্মিভূত এবং একটি ৬ তলা আবাসিক ভবণের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুড়ী জাঙ্গিরাই চৌমুহনায় রাত সাড়ে ৯ টার দিকে একটি কাটুর্নের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। সাথে সাথে পাশ^বর্তী পেট্রোলপাম্পে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে এবং এলাকায় আতংক দেখা দেয়। শহরে আশা লোকজন নিরাপদ স্থানে যেতে দিকবিদিক ছুটাছুটি শুরু করেন।
স্থানীয় লোকজন আগুন নেভাতে এবং পাশ^বর্তী আবাসিক ভবণ থেকে লোকজনকে উদ্ধার করতে প্রাণপণ চেষ্ঠা চালায় এবং বেশ কিছু পরিবারকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয় এবং কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।