বড়লেখায় নবাগত ইউএনও’র যোগদান

Published: 20 May 2021

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বৃহস্পতিবার দুপুওে যোগদান করেছেন খন্দকার মুদাচ্ছির বিন আলী। তিনি আনুষ্ঠানাকিভাবে বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরানের নিকট থেকে নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি অর্থ-মন্ত্রণালয় হতে পদায়িত হয়েছেন।

বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০১৯ সালের ৪ এপ্রিল বড়লেখায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছিলেন।

এদিকে নবাগত ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী দায়িত্ব পালনে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।