মোদির করোনা তহবিলে অর্থ দিল মঙ্গোলিয়ার তিব্বতিরা

Published: 23 May 2021

পোস্ট ডেস্ক :


বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দ্বিতীয় ধাপের করোনা সংক্রমণে দেশটি চরম বেকায়দায় পড়েছে। এ অবস্থায় করোনা ঠেকানোর লড়াইয়ের জন্য তহবিল গঠন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর সেই করোনা তহবিলে (পিএম কেয়ারস) অর্থ দান করলেন মঙ্গোলিয়ায় বসবাসরত তিব্বতিরা।

জানা গেছে, মঙ্গোলিয়ার নামগিয়াল মঠের সাবেক ধর্মগুরু জাদহো রিনপোচের নেতৃত্বে স্থানীয় তিব্বতিরা উলান বাটোরে ভারতীয় দূতাবাসে গিয়েছিলেন। ওই সময় তারা নরেন্দ্র মোদির করোনা তহবিলে অর্থ দান করেন। করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমণ থেকে ভারতকে বেরিয়ে আসতে সহায়তার উদ্দেশ্যে তারা ওই অর্থ দান করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

মঙ্গোলিয়ায় খুবই অল্প সংখ্যক তিব্বতির বসবাস। তারা ৮৫ লাখ এক হাজার ১১৩ তুগরিক সংগ্রহ করে দান করেছেন। ভারতীয় রাষ্ট্রদূতের কাছে তারা ওই অর্থ তুলে দিয়েছেন। এ সময় তাদের ধন্যবাদ দিয়েছেন ভারতের রাষ্ট্রদূত।

সূত্র: তিব্বত ডটনেট