রাজনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Published: 24 May 2021

রাজনগর সংবাদদাতা :

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মিনিট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে বলে রাজনগর থানার পুলিশ জানিয়েছে।

সোমবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের কুলাউড়া-মৌলভীবাজার সড়কের পূর্ব ইলাশপুর পাখিউড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী কুলাউড়া উপজেলার কৌলা এলাকার রফিক মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩)।

পুলিশ জানায়, সোমবার দুপুরে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের কুলাউড়া-মৌলভীবাজার সড়কের পূর্ব ইলাশপুর পাখিউড়া মোড়ে একটি মিনিট্রাক ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আব্দুল আহাদ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপর মিনিট্রাকের চালক পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, মিনিট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করেছে। মিনিট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।