বড়লেখায় পুলিশের বিশেষ অভিযান, ৮ মোটরসাইকেল আটক : ১৫ নিয়মিত মামলা

Published: 25 May 2021

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

বড়লেখা ট্রাফিক পুলিশ শনিবার ও রোববার বিশেষ অভিযান চালিয়ে রেজিষ্ট্রেশন বিহীন ৮ মোটরসাইকেল আটক করেছে। এছাড়া হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় সড়ক আইনের বিভিন্ন ধারায় ১৫ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। অভিযান পরিচালনা করেন ট্রাফিক পুলিশের বড়লেখা ও জুড়ী উপজেলার ইন্সপেক্টর রফিকুল ইসলাম।

জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে বড়লেখায় ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসময় নম্বরপ্লেট বিহীন ৮টি মোটরসাইকেল থানায় আটক করা হয়। এছাড়া সড়ক আইনের বিভিন্ন অনিয়মের দায়ে ১৫ যানবাহনের বিরুদ্ধে ১৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, সড়ক আইন মেনে চলতে ও শহরের যানজট নিরসনে পুলিশ সুপারের নির্দেশে সড়কে অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স করতে উৎসাহী ও সড়ক আইন মেনে চালকদের রাস্তায় চলাচল করতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় কাগজপত্রহীন ৮ মোটর সাইকেল আটক করে কেইছ স্লিপ দিয়েছেন। এছাড়া অটোরিকশাসহ (সিএনজি) ১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এধরণের অভিযান অব্যাহত থাকবে।