ক্ষমা চাইলেন বরিস জনসন

Published: 25 May 2021

পোস্ট ডেস্ক :


শর্তসাপেক্ষে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইসলাম নিয়ে কটূক্তির দায়ে তিনি এ ক্ষমা চেয়েছেন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন রক্ষণশীল দলের প্রস্তুতকৃত এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি অনুতপ্ত হওয়ার কথা স্বীকার করেছেন। প্রতিবেদনে তার বিরুদ্ধে ইসলামবিদ্বেষসহ বৈষম্যের বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৈষম্য ও অভিযোগ মোকাবিলা করতে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি যেসব পদক্ষেপ নেয় তার সমালোচনার জবাবে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এটি প্রস্তুত করেছেন যুক্তরাজ্যের সমতা ও মানবাধিকার কমিশনের প্রধান অধ্যাপক স্মরণ সিং। এতে সাক্ষাৎকার দিয়েছেন বরিস জনসন।

দলীয় প্রতিবেদনে জনসন বলেন, আমি যা বলেছি, তাতে যে অপরাধ হয়েছে-তা আমি জানি। আমার অবস্থানে থাকা একজন মানুষ সঠিক কাজটি করবে বলেই মানুষের প্রত্যাশা। কিন্তু সাংবাদিকতায় একজন মানুষকে অনেক স্বাধীনভাবে ভাষার ব্যবহার করতে হয়। কাজেই কোনো অপরাধ হয়ে থাকলে আমি দুঃখিত।