২৬ বছরের এক সাংবাদিক কেন বেলারুশ সরকারের আতঙ্ক?

Published: 26 May 2021

পোস্ট ডেস্ক :


বেলারুশের ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে বহনকারী বিমানকে হুমকির কথা বলে তার গতিপথ বদলে মিনস্কের বিমানবন্দরে রোববার অবতরণ করতে বাধ্য করে বেলারুশ সরকার। গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের ওই বিমানে ছিলেন রোমান। বোমা হামলার হুমকি দিয়ে বিমানটিকে তার গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়। অনেক দেশই সাংবাদিককে ধরার জন্য বেলারুশের বিরুদ্ধে ওই বিমানটি ‘ছিনতাই’-এর অভিযোগ করেছে।

প্রেমিকা সোফিয়া সাপেগা ওই বিমানযাত্রায় রোমানের সাথেই ছিলেন। তাকেও আটক করে রাখা হয়েছে বেলারুশে। এই ঘটনায় বেজায় চটেছে আন্তর্জাতিক সম্প্রদায়। বেলারুশের বিমানগুলোর জন্য ইউরোপের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল সমালোচনা।
দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো যাকে “ইউরোপের সর্বশেষ স্বৈরশাসক” বলা হয়ে থাকে এবং যিনি ২৭ বছর ধরে ক্ষমতায় রয়েছেন তাকে আক্রমণ করছেন অনেকেই।

ফেসবুকে মিখাইল ম্যারিনিচ নামে একজন লিখেছেন-
‘বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোকে অনেকেই ‘ইউরোপের শেষ স্বৈরশাসক’ বলে থাকেন। স্বৈরশাসকরা সাধারণত মানুষটা ‘ছোট’ হন, কিন্তু তাদের থাকে শক্তিশালী বন্দুক, বিশাল সেনাবাহিনী, চৌকস গুপ্তচর। স্বৈরশাসকদের মন-মানসিকতা বাদ দিলে তাদের বাকি সবকিছুই বড়।”

নিকিতা কাপ্লেংকো নামে আরেকজন লিখেছেন-
‘বেলারুশের পুরো মিডিয়া লুকাশেঙ্কোর পকেটে। তবুও, টেলিগ্রাম নামের ফ্রি অ্যাপে ফ্রি চ্যানেল চালানো এক যুবক তার পুরো ‘প্রোপাগান্ডা ইন্ডাস্ট্রি’র জন্য সবচেয়ে বড় হুমকি!’

ডেভিড কারুসো নামে একজনের মন্তব্য-
‘একজন মাত্র যুবকের মুখ বন্ধ করে দেওয়ার জন্য স্বৈরশাসক তার অর্থনীতিতে ঝুঁকিতে ফেলেছেন। স্বৈরশাসক লুকাশেঙ্কো গত ২৭ বছর ধরে বেলারুশ চালাচ্ছেন, তবুও তিনি এমন একজন ব্লগারকে ভয় পান যার বয়স ২৭ বছরও নয়!’

উল্লেখ্য, আটক সাংবাদিক রোমান প্রোতাসেভিচের বয়স মাত্র ২৬ বছর।