ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় সিলেটের সাইফ নিহত

Published: 29 May 2021

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা :

ফ্রান্সের প্যারিসে সড়ক দুর্ঘটনায় প্রবাসী সাইফ উদ্দীন (৫০) নিহত হয়েছেন। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছত্তিশ গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন থেকে তিনি ফ্রান্সে রেস্টুরেন্ট ব্যবসা করতেন।

সাইফ উদ্দিনের ঘ‌নিষ্ঠজন ফ্রান্স প্রবাসী কয়েকজন জানান, শুক্রবার (২৮ মে ) রাত ৯টায় প্যারিসে মেট্রো ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। এরপর গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।