ঢাকায় বাসা থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার
বিশেষ সংবাদদাতা :
রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে কাজী সাবিরা রহমান লিপি (৪৭) নামের এক নারী চিকিৎসকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ৫০/১, ফাস্টলেনের বাসার নিজ ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
সাবিরা গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক ছিলেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই নারী চিকিৎসককে হত্যা করা হতে পারে।
এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।
রমনা পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার এইচএম আজিমুল হক জানান, খবর পেয়ে কলাবাগান থানা ও রমনা পুলিশের গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। সেখানে কাজ করছে সিআইডির ফরেনসিক বিভাগও।
তিনি জানান, প্রাথমিক আলমত দেখে মনে হচ্ছে ওই চিকিৎসককে হত্যা করা হয়েছে।