দাদার লাশ বাড়িতে দাদি-নাতিকে হাসপাতালে
বিশেষ সংবাদদাতা :
বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন দাদা সিদ্দিকুর রহমান (৬৫)। তার লাশ বাড়িতে রেখে একই ঘটনায় দগ্ধ দাদি সালেহা বেগম (৫৫) ও নাতি মেহেদি হাছানকে (২২) নিয়ে হাসপাতালে ছুটলেন পরিবারের অন্য সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে কালচোঁ উত্তর ইউনিয়নের চিলাচোঁ গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ দাদি-নাতির অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া জানান, দুপুরের কিছু পরে এ বাড়ির দুটি বিল্ডিংয়ের মাঝে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন ছিদ্দিকুর রহমান। এ সময় পাশে থাকা তার স্ত্রী সালেহা বেগম ও নাতি মেহেদি হাছান ছুটে এসে সিদ্দিকুর রহমানকে বাঁচাতে গিয়ে তারাও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় সালেহা বেগম ও হাছান দগ্ধ হন এবং সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, সিদ্দিকুর লাশ বাড়িতে রেখে দাদি-নাতিকে বাঁচাতে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দগ্ধদের মধ্যে সালেহা বেগমের অবস্থা আশঙ্কজনক হওয়া তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। হাছানকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমকর্তা শোয়ায়েব আহমেদ সিদ্দিকী জানান, সালেহা বেগমের শরীরের বেশিরভাগ পুড়ে যাওয়ায় আমরা তাকে কুমিল্লা মেডিক্যালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, বিদ্যুৎপৃষ্টে একজন বৃদ্ধ নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।