ভারতের একটিমাত্র ভ্যারিয়েন্ট উদ্বেগজনক- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Published: 2 June 2021

পোস্ট ডেস্ক :


ভারতে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের মাত্র একটি স্ট্রেইন বা ভ্যারিয়েন্টকে এখন ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাকি যে দুটি স্ট্রেইন বা ভ্যারিয়েন্ট আছে তাকে মাত্রার দিক থেকে অবনমন করা হয়েছে। সাপ্তাহিক মহামারি বিষয়ক আপডেটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার বলেছে, তারা তথ্যপ্রমাণ পেয়েছে যে, বর্তমানে ভারতে শনাক্ত বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্টটি জনস্বাস্থ্যের জন্য বেশি ঝুঁকির। তাই এই ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক হিসেবে শনাক্ত করা হয়েছে। এর তুলনায় অন্য দুটি ভ্যারিয়েন্টের সংক্রমণ হার অনেক কম। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে ভারতে করোনা মহামারিকে বিস্ফোরণের জন্য ছড়িয়ে দেয়ার জন্য দায়ী করা হয়। এর আছে তিনটি রূপান্তরিত রূপ।
গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সবটাকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ (ভিওসি) হিসেবে ঘোষণা দিয়েছিল। কিন্তু মঙ্গলবার সেই তথ্য আপডেট করে শুধু একটি ভ্যারিয়েন্টকে এই শ্রেণিতে রাখা হয়েছে।