পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোতে ১০০ বেসামরিক মানুষকে হত্যা
পোস্ট ডেস্ক :
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ১০০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে অস্ত্রধারীরা।
এক বিবৃতিতে বুরকিনা ফাসো সরকার জানিয়েছে, হামলাকারীরা শুক্রবার নাইজার প্রদেশ সংলগ্ন ইয়াগহা প্রদেশের সোলহান গ্রামে এই হতাকাণ্ড চালায়। আক্রমণকারীরা রাতে হামলা চালিয়ে বাড়িঘর এবং বাজার জ্বালিয়ে দেয়।
এই ঘটনায় বুরকিনা ফাসো সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সরকার বিবৃতিতে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করলে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে আফ্রিকার বুরকিনা ফাসো, মালি এবং নাইজার এলাকায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী-আল কায়েদা, আইএস গোষ্ঠীর সক্রিয়তা বেড়েছে। বুরকিনা ফাসোর দুর্বল সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতা ঠেকাতে ব্যর্থ হচ্ছে।
গত সপ্তাহে জাতিসংঘের একটি সংস্থা বলেছে, আফ্রিকার সাহেল অঞ্চলে সহিংসতার কারণে অঞ্চলটিতে বিশ্বের সবথেকে তীব্র মানবিক সঙ্কট তৈরি হয়েছে। গত দুই বছরে সহিংসতার কারণে ১৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।