খালেদার জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Published: 13 June 2021

বিশেষ সংবাদদাতা, ঢাকা :


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিন্ন ভিন্ন জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন অর রশিদ রিট আবেদনটি দায়ের করেছেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে আজ রবিবার (১৩ জুন) এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

আবেদনে খালেদা জিয়ার সব ধরনের সনদ (যেগুলোতে জন্মদিন ব্যবহার করা হয়েছে) আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া একটি জন্মদিন নির্দিষ্ট করার নির্দেশনাও চাওয়া হয়েছে। রিট আবেদনে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি এবং খালেদা জিয়াকে।