ঘুমের ট্যাবলেট খাইয়ে আইনজীবী স্বামী হত্যার স্বীকারোক্তি শিপা’র

Published: 13 June 2021

বিশেষ সংবাদদাতা :

পরকীয়ার জেরে ঘুমের ট্যাবলেট খাইয়ে আইনজীবী স্বামীকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিপা বেগম। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

রোববার বিকালে আইনজীবী আনোয়ার হোসেন হত্যা মামলায় রিমান্ড শেষে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হলে তিনি হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এসময় আদালতের বিচারক ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদালতে শিপা বেগম বলেন, তার পরকীয়া প্রেমিক শাহজাহান চৌধুরী মাহি’র সাথে পরিকল্পনা করেই স্বামীকে হত্যা করেন। তিনি ২৮ এপ্রিল ঘুমের ওষুধ কিনে আনেন। ২৯ এপ্রিল রাতে ১০টি ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামী আনোয়ার হোসেনকে হত্যা করেন শিপা। পরে স্বজনদের তিনি জানান, ডায়বেটিস কমে গিয়ে ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার স্বামীর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুন রাতে এডভোকেট আনোয়ার হোসেন হত্যা মামলায় তার স্ত্রী শিপা বেগমকে সিলেট নগরীর তালতলা এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। ৩ জুন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ১ জুন থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই মনোয়ার হোসেন। মামলায় পরকীয়া প্রেমের জেরে আনোয়ার হোসেনকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। এতে শাহজাহান চৌধুরী মাহিকে প্রধান আসামী করা হয়। অন্য আসামীরা হলো, শিপা বেগম, তার মা রাছনা বেগম (৫০), নগরীর রায়নগর ১০৪ বাসার মোতাহির আলীর ছেলে এনামুল হাসান (৪৫), জৈন্তাপুর উপজেলার হরিপুরের মৃত সোনা মিয়ার ছেলে এসএম জলিল (৩৫), সিলেট সদর উপজেলার কালাগুল এলাকার কালা মিয়ার ছেলে জাকির আহমদ (২৫), গোয়াইনঘাটের ছোটখেল গ্রামের জামাল মিয়ার ছেলে ফয়ছল আহমদ (২৬) ও নগরীর সুবিদবাজার লন্ডনী রোডের বাসিন্দা নাইমার (২৫)।