ধর্মের অপব্যাখ্যাকারী চক্র পাকিস্তানের দালাল : পরিবেশ মন্ত্রী

Published: 14 June 2021

বড়লেখা প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘ধর্মের অপব্যাখ্যাকারী চক্রটি পাকিস্তানের দালাল। তাদের এক লম্পট নেতা ধরা পড়েছে। তার নিজেরই চরিত্রের ঠিক নেই, আবার ধর্ম নিয়ে বড় বড় কথা বলে। সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। রোহিঙ্গার কথা বলে বিদেশ থেকে টাকা এনে আত্মসাৎ করেছে। তাই এসব ধর্ম ব্যবসায়ী, ধর্মের অপব্যাখাকারীদের থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ সকলকে সাবধান থাকতে হবে। তারা যেন দেশে কোনো রকম অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর-পাতন রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। ২ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তাটির ৫০০ মিটার পাকাকরণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আইআরআইডিপি-৩ প্রকল্পের এই কাজে সরকারের ব্যয় হচ্ছে ৩৮ লাখ ৬১ হাজার ৩০৩ টাকা।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপতিত্বে ও যুবলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সামসুল হক ভূঞা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।