আইএলও’র নির্বাচনে বাংলাদেশের জয়

Published: 15 June 2021

পোস্ট ডেস্ক :


আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র পরিচালনা পর্ষদের উপ-সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জেনেভাস্থ বাংলাদেশের স্থায়ী মিশন জানিয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ১০৯তম অধিবেশনে ২০২১-২৪ সেশনের জন্য (৩ বছর মেয়াদে) সংস্থাটির নেতৃত্ব নির্বাচনে ভার্চ্যুয়াল ভোটাভুটি হয়। সোমবারের ওই নির্বাচনে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী ছিল, যার প্রাপ্ত ভোট ২১০। মিশনের দাবি প্রার্থিতা ঘোষণার পর থেকেই ঢাকার নির্দেশনা মতে আইএলও সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ের জোর প্রচেষ্টা শুরু হয়, যা ফল হচ্ছে বড় ব্যবধানের ওই জয়। বিজ্ঞপ্তি মতে, বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল জেনেভা সম্মেলনের ভার্চুয়াল অধিবেশন এবং নির্বাচনে অংশ নেয়। শ্রম সচিব কেএম আব্দুস সালাম, জাতিসংঘের জেনেভা অফিসে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা প্রতিনিধি দলের সদস্য হিসেবে এতে যুক্ত ছিলেন। মিশনও আরও জানায়, আইএলও পরিচালনা পর্ষদে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। এর আগে ২০১৪-১৭ এবং ২০১৭-২১ সেশনেও বাংলাদেশ পর্ষদের উপ-সদস্য হিসাবে জয়ী হয়েছে এবং সফলতার সাথে দায়িত্ব পালন করেছে।