২৮ ঘণ্টায় ১০ তলা আবাসিক ভবন বানাল চীন

Published: 19 June 2021

পোস্ট ডেস্ক :


২৮ ঘণ্টায় ১০ তলার একটি আবাসিক ভবন বানিয়েছে ব্রড গ্রুপ নামের চীনের একটি নিমার্ণকারী সংস্থা। দেশটির চাঙ্গশা শহরে এ বাড়িটি তৈরি করে তাক লাগিয়ে দেয় ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানটি।

সংস্থাটি জানিয়েছে, আগে থেকেই পরিকল্পনামাফিক পুরো কাঠামো তৈরি করা হয়েছিল বাড়িটির। সেগুলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়িটি তৈরি করা হয়েছে। কাঠামো আগে থেকেই তৈরি থাকাতে সময়ও বেঁচেছে। ফলে এক দিনের মধ্যেই পুরো বাড়িটি দাঁড় করিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

ভবনটি নির্মাণ করার সঙ্গে সঙ্গে বিদুৎ ও ইন্টারনেট সেবাও প্রদান করা হয়। এত অল্প সময়ের মধ্যে বানানো হলেও বাড়িটি যথেষ্ট মজবুত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ইউটিউবে ৪ মিনিটি ৫২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে ব্রড গ্রুপ লিখেছে, গুণগত মানের কন্টেইনার আকৃতি ও বিশ্ব জুড়ে কম খরচে পরিবহণ।