মোহরজান

Published: 20 June 2021

।। শরীফুল আলম।।

বেডরোমে স্লোমোশনে রবীন্দ্র সঙ্গীত চলছে
” আমারও পরান যাহা চায় ”
এই মধ্যরাতে রেড হার্ট সর্টকাট বাদ দিয়ে
ভিসুভিয়াস , তুমি অনর্গল কথা বলছ ,
মাসকারা সরিয়ে মাছের গতিবিধি এখন প্লাবনের অপেক্ষায়
ব্যাকগ্রাউন্ডে বিজুরীর ঝিলিক
ব্রাউনিয়া , বিজন তলায় তুমি এখনও কর্কট ।

বর্ষা পঙক্তিতে আমার হাজার হিড়িক
ঘনঘোর অগুনতি সারফেস
যেন বল্গাহীন ঘোড়া ,
নোটপ্যাডে লিখে রেখেছিলাম
ভাপা সরিষায় ইলিশ তেল
ঠিক যেন তোমার মতই চুয়ে চুয়ে পড়ে ।

সনাতন আচানকগো
চিত্রনাট্যে দুর্বল স্ক্রিপ্ট
পর্বে পর্বে বিড়ম্বনা
তবু চমকে চমকে যাই , যেন ট্রয়ের যুদ্ধ
অথচ শরৎ জানেনা জানি কেবল আমি
জানি তাঁর সহজ অর্ধেক
ভার আর সাম্য বাদামী রোদ্দুর
অবশেষে রিভার্স তুমি মিশে যাও
দ্বিবীজ বোতামের ঘরে
র – মেটেরিয়াল কেবল কিউবিক ভালোবাসা
আর মন পথে কেবল তোমার আসা যাওয়া ।