বাইডেনের সঙ্গে সাক্ষাত করবেন না রাইসি

Published: 22 June 2021

পোস্ট ডেস্ক :


ইরানে প্রেসিডেন্ট নির্বাচিত ইব্রাহিম রাইসি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি অথবা আঞ্চলিক পর্যায়ে যোদ্ধা গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়ার ইস্যুতে কোনো সমঝোতায়ও যাবেন না। ইরানের প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন। এ খবর দিয়েছে আয়ারল্যান্ডের অনলাইন ইন্ডিপেন্ডেন্ট। ১৯৮৮ সালে প্রায় ৫০০০ মানুষকে গণ মৃত্যুদণ্ড দেয়ার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নিজেকে মানবাধিকারের রক্ষক হিসেবে বর্ণনা করেছেন। উল্লেখ্য, ইরান ও ইরাকের মধ্যে আট বছরের ভয়াবহ যুদ্ধের পর প্রায় ৫ হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেয় ইরান। এর সঙ্গে ইব্রাহিম রাইসি জড়িত বলে অভিযোগ আছে। এ ইস্যুতে প্রথমবারের মতো তিনি সরাসরি টেলিভিশনে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেসব নিষ্পেষণমূলক অবরোধ আছে তার সবটা প্রত্যাহার করতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক পর্যায়ে যোদ্ধাদের সমর্থন দেয়ার ইস্যুতে প্রশ্ন করা হলে রাইসি বলেন, এটা ‘নন-নেগোশিয়েবল’। অর্থাৎ সমঝোতার অযোগ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সম্ভাব্য সাক্ষাতের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন- ‘নো’। পক্ষান্তরে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী আবদুল নাসের হাম্মাতি প্রচারণাকালে বলেছিলেন, তিনি বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক।