সুনামগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, ১ জন নিহত
সুনামগঞ্জ সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জে সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ১ যাত্রী নিহত হয়েছেন।
সেই সাথে বাসের আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুন ) সকাল সাড়ে ৯ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন সুলতান মিয়া(২০) নামের এক যুবক। তিনি উপজেলা পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের আনর আলীর ছেলে।
নিহতের পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আমিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় কয়েকজন যাত্রী বাস থেকে বের হয়ে আসেন। বাসের সব যাত্রী বেরিয়ে আসতে পাররেও বাসের নীচে চাপা পড়া এক যাত্রীকে গুরুতর আহত হন। তাকে অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট। হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকৃত যাত্রীকে মৃত ঘোষণা তরেন কর্বব্যরত ডাক্তার।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. সজিব।
এ ব্যাপারে জানতে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।