অবৈধ পন্থায় বাংলাদেশে প্রবেশ করে পদ্মা সেতু এলাকায় ঘুরাফেরা : ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Published: 24 June 2021

বিশেষ সংবাদদাতা :


অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ও পদ্মা সেতু পরিদর্শনের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, ওই ভারতীয় নাগরিক যথাযথ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেন এবং গতকাল রাতে জাজিরার পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করেন। ভারতীয় নাগরিক বিজয় কুমার রায়ের বিরুদ্ধে দ্য কনট্রোল অব এন্ট্রি অ্যাক্ট-এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
জাজিরা থানার সাব-ইন্সপেক্টর অপু বড়ুয়া বিজয়ের বিরুদ্ধে এই আইনে মামলা করেন। পরে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে পাঁচ জনকে সাক্ষী করা হয়েছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, গভীর রাতে কাগজপত্র ছাড়া জাজিরার পদ্মা সেতু প্রকল্প এলাকায় ঘোরার সময় বিজয়কে আটক করা হয়। তিনি বলেন, বিজয়ের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিয়েছে।
ওসি আরও জানান, তদন্তে জানা যায়- বিজয় ভারত থেকে এসেছেন। তবে, বাংলাদেশে এসে তার পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনের কারণ জানা যায়নি।