লন্ডনে অনুষ্ঠিত হলো বিডি ইনডিপেনডেন্স কাপ টুর্নামেন্ট

Published: 25 June 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লন্ডনে অনুষ্ঠিত হলো বিডি ইনডিপেনডেন্স কাপ টুর্নামেন্ট-২০২১। গত ২৩ জুন বুধবার লন্ডন ক্রিকেট লীগ , এল সি এল আয়োজিত খেলায় ১২ টি দল অংশগ্রহণ করে। স্থানীয় হ্যাকনি মার্শেস নর্থ প্যাভিলিয়নে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় সকাল ১০ টায় ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ক্যাপিটাল কিডস ক্রিকেটের সিইও শহিদুল আলম রতন ,এসেক্স ক্রিকেট ও গ্রাস রুট ট্রাস্টের পরিচালক জাওয়ার আলী,বিসিবি গেম ডেভেলপমেন্ট সেক্রেটারি ওমর হোসেন ,এলসিএল এর উর্দ্ধতন কর্মকর্তাগণ,আম্পায়ারস ,গণমাধ্যম কর্মী ও সমাজের বিশিষ্টজনেরা।

 

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ৫০ বলে। সকাল থেকে ৪ টি মাঠে অবিরাম চলতে থাকে তুমুল লড়াই। প্রতিযোগিতায় ১২টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলে। প্রতি গ্রুপের শীর্ষ দল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বে অগ্রসর হয়। সেমিফাইনালে লড়াই করা ৪ দলের বিজয়ী দুই দল অংশগ্রহণ করে ফাইনাল প্রতিযোগিতায়।

 

বিকেল ৫ টায় ফাইনাল খেলায় এ বি এম মৌলভীবাজার ১, মাইটি টাইগার্সের মুখোমুখি হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এ বি এম মৌলভীবাজার ১, এবং ৮৫ রানে তাদের ইনিংস গুটিয়ে যায় । জবাবে খেলতে নেমে কয়েক বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় মাইটি টাইগার্স।

খেলা শেষে লন্ডন ক্রিকেট লীগ, এল সি এল এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানার সভাপতিত্বে ও মাকসুদ আহমেদ সুমনের সঞ্চালনায় জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে রানাপ আপ ও বিজয়ী দলের হাতে ট্রফি ও চেক তুলে দেন যথাক্রমে টিভি নাইনটিন অনলাইন ডট কমের নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলু ও নাহিদ নেওয়াজ রানা। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন আম্পায়ার সেক্রেটারি মোঃ আরাফাত ইসলাম, এলসিএল এর এক্সিকিউটিভ মেম্বার আহমেদ রাব্বি ও ফাহাদ। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আতিকুর রহমান, হোসেন, সালমান ও মুক্তার আহমেদ। চ্যাম্পিয়ন দল মাইটি টাইগার্স পেয়েছে ৭৫০ ব্রিটিশ পাউন্ড এর চেক ও রানার্সআপ দল এ বি এম মৌলভীবাজার ১ পেয়েছে ৩৫০ ব্রিটিশ পাউন্ডের চেক।