সাতক্ষীরা মেডিকেলে ৫ দিনে ৪৫ জনের মৃত্যু
বিশেষ সংবাদদাতা :
দেশে করোনাভাইরাস সংক্রমন বাড়ার সাথে সাথে মৃত্যুও বাড়ছে। জেলা পর্যায়ে ৫ দিনে ৪৫ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে গত ৫ দিনে সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে করোনা ও উপসর্গে ৪৫ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রামে গ্রামে প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হচ্ছে। অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত হচ্ছেন গড়ে ৫০ জন করে। ভয়াবহ অবস্থার মধ্যে সাধারণ মানুষ দিন পার করছে। হাসপাতালে রোগী ভর্তি নিচ্ছে না।
আইসিইউতে রোগীদের স্থান হচ্ছে না।