দেশে ফিরল থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি

Published: 27 June 2021

পোস্ট ডেস্ক :


বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি ও থাই নাগরিক। তারা থাইল্যান্ডে গিয়ে কভিড পরিস্থিতির কারণে আটকে পড়েছিলেন। শনিবার (২৬ জুন) থাইল্যান্ডের ব্যাংকক থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই ওই যাত্রীদের বিদায় জানান বলে পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। রাষ্ট্রদূত সফলভাবে এই ফ্লাইট পরিচালনার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, কভিড মহামারি শুরু হওয়ার পরে এখন পর্যন্ত ১৫টি বিশেষ ফ্লাইটে থাইল্যান্ড থেকে বাংলাদেশিরা ফেরত এসেছেন।
যাত্রীদের নিজস্ব খরচে বিদেশে আটকে পড়া বাংলাদেশীদের দেশে আসতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা দেয়ার পূর্ব ঘোষণানুযায়ী এ ব্যবস্থা করা হয়ছে বলে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই কোভিড কালীন সময়ে গতবছর থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানান। গত বছর কোভিড-১৯ সংক্রমণের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ দূতাবাস ব্যাংকক থেকে ঢাকায় ১৫টি বিশেষ বিমানের ব্যবস্থা করে।