সাজিদ জাভিদ ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী

Published: 27 June 2021

পোস্ট ডেস্ক :


ম্যাট হ্যানকক পদত্যাগ করার পর ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাজিদ জাভিদকে। তিনি এর আগে সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সঙ্কটজনক সময়ে তাকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করায় নিজেকে সম্মানীত বলে মন্তব্য করেছেন তিনি।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এর ১৬ মাস আগে নিজের সহযোগীদের বরখাস্ত করতে তাকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করে চ্যান্সেলর পদ ত্যাগ করেছিলেন। তারপর আবার ফিরলেন মন্ত্রীপরিষদে। ওই সময় মন্ত্রীপরিষদ থেকে তার বিদায় নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সাবেক সিনিয়র সহযোগী ডমিনিক কামিংসের সঙ্গে ক্ষমতার লড়াই শুরু হয় তার।

সেই লড়াই দৃশ্যত এখনও শেষ হয়নি। সাজিদ জাভিদকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দেয়ার নেপথ্যে ফার্স্টলেডি ক্যারি জনসনের হাত আছে বলে অভিযোগ করেছেন ডমিনিক কামিংস। তিনি শনিবার রাতেই টুইটারে সরব হয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের কঠোর সমালোচনা করেছিলেন।

প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি ম্যাট হ্যানকককে বরখাস্ত করার জন্য তিনি অনুরোধ করেছিলেন। এমপিদের সাত ঘন্টার এক প্রশ্নোত্তর অধিবেশনে তিনি এই অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন একটি কমিটিকে। এর ফল হিসেবে এ মাসের শুরুর দিকে হোয়াটসঅ্যাপের ম্যাসেজে বরিস জনসন দৃশ্যত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকককে আশাহীন বলে উল্লেখ করেন।

তিনি ডমিনিক কামিংস এমপিদের সামনে আরো বলেছেন, প্রধানমন্ত্রীর স্ত্রী ক্যারি জনসন ১০ ডাউনিং স্ট্রিটে স্টাফদের বিষয়ে প্রভাব বিস্তার করেন। সর্বশেষ তিনি হস্তক্ষেপ করেছেন সাজিদ জাভিদের নিয়োগের ক্ষেত্রে। ওদিকে সাজিদ জাভিদকে নতুন এই দায়িত্ব দেয়ায় স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির সিনিয়র এমপি তোবিয়াস এলউড।

তিনি ডিফেন্স সিলেক্ট কমিটির প্রধান। কনজার্ভেটিভ পার্টির নেতা নির্বাচনে ২০১৯ সালে ম্যাট হ্যানকককে সমর্থন করেছিলেন তোবিয়াস এলউড।