রাজ্যপালের বিরুদ্ধে মমতার অভিযোগ

Published: 28 June 2021

পোস্ট ডেস্ক :


এতদিন রাজনৈতিক ইস্যু নিয়ে নবান্ন আর রাজভবনের সংঘাত ছিল।

 

সোমবার এক সাংবাদিক বৈঠকে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

বললেন, ১৯৮৬ সালে জৈন হাওয়ালা কাণ্ডে জগদীপ ধনখড় অন্যতম অভিযুক্ত ছিলেন। চার্জশিটে তার নামও ছিল। পরে চার্জাশিটে নাম বাদ পড়ে। এই নিয়ে একটা জনস্বার্থের মামলাও হয়েছে। তিনি বলেন, রাজ্যপাল উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন। তার আচরণ রাজ্যপাল সুলভ নয়।
তিনি তিনটি চিঠি দিয়েছেন এই রাজ্যপালকে অপসারণ করার জন্য।