লন্ডনের এলিফ্যান্ট এন্ড ক্যাসেল ট্রেন স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

Published: 29 June 2021

স্টাফ রিপোর্টার :

লন্ডনের একটি রেল স্টেশনের সন্নিকটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা ওই এলাকার বসবাসকারী ও পথচারিদের মধ্যে আতংক বাড়িয়ে দেয়। তবে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

প্রত্যক্ষদর্শিরা জানান, লন্ডনের এলিফ্যান্ট এন্ড ক্যাসেল ট্রেন স্টেশনের কাছে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭০ জনেরও বেশি দমকলকর্মী কর্মী কাজ করেন।

সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে হঠাৎ কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায় এলিফ্যান্ট এন্ড ক্যাসেল স্টেশনে কাছে। এ সময় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

সাথে সাথে দমকলবাহিনীর ১০টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কাজ শুরু করে। এ সময় সেখানে থাকা জনসাধারণকে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে কেউকে না আসতে অনুরোধ জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

 

অগ্নিকাণ্ডের কারণে ওই সড়কের রেল সেবা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কী কারণে দুর্ঘটনা ঘটলো তার কারণ বলতে পারছে না প্রশাসন। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।