পুরুষদেরও চোখের হিজাব করা উচিত: আশরাফি

Published: 30 June 2021

পোস্ট ডেস্ক :


নারীদের হিজাব পরা ও শালীন পোশাকের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরাননের খানের সাথে একমত হয়েছেন দেশটির ওলামা কাউন্সিলের প্রধান হাফিজ তাহির মেহমুদ আশরাফি। রোববার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পবিত্র কুরআন শরীফে নারীদের হিজাব করার কথা বলা আছে। সেই সঙ্গে তিনি বলেন, পুরুষদেরও চোখের হিজাব দরকার, তা হলে তারা নিজেদের চোখকে সংযত রাখতে পারবে।

আশরাফি বলেন, শিশুদের যৌন হয়রানির বিষয়ে সরকারের উচিত অভিযুক্তকে আটক করা। এরপরে স্পেশাল কোর্টের ব্যবস্থা করে জনসম্মুখে তাদের শাস্তি দেওয়া উচিত । যে বা যারা এই যৌন নির্যাতন করবে তাদেরকে গণমাধ্যমের মাধ্যমে সবার সামনে আনা উচিত বলে মনে করেন ওলামা প্রধান। সেইসঙ্গে নারী ও শিশুদের যৌন হয়রানির সাথে জড়িত অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারকে সাধবাদ জানিয়েছেন আশরাফি। সেই সঙ্গে পিতামাতাকে আবশ্যিকভাবে তার সন্তানকে শিক্ষিত করার কথা বলেছেন যেনো যৌন হয়রানি সংক্রান্ত কোন বিপদে পড়লে সে সাহায্য চেতে পারে।

আশরাফি আরো বলেন, শিশু যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মৌলভি আব্দুল আজিজকে দৃষ্টান্তমূলক একটি শাস্তি দেওয়া উচিত। তাকে মিনার ই পাকিস্তানে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু এরমধ্যে অনেকে রাজনীতি চলে এসেছে।

আধুনিক প্রযুক্তিকে ধন্যবাদ জানিয়ে আশরাফ বলেন আমরা প্রযুক্তির বিরুদ্ধে না। তবে তিনি বলেন, মোবাইল প্রযুক্তি অশ্লীলতা ছড়াচ্ছে। মাদ্রাসা নিয়ে জনসাধারণের মনে খারাপ চিন্তার সূত্রপাত না করার জন্য গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন আশরাফি। সেই সাথে মাদ্রাসায় বিজ্ঞানের বিষয়গুলো পড়ার প্রতি জোর দিয়েছেন এই ওলামা প্রধান।