আফগানিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা

Published: 30 June 2021

পোস্ট ডেস্ক :

সর্বশেষ মার্কিন সেনা প্রত্যাহার করা হলে আপগানিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কমান্ডার জেনারেল স্কট মিলার। তিনি বলেছেন, গত মাসে মার্কিন সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে। এরপর থেকেই বিভিন্ন এলাকা দখলে নিতে তৎপর হয়ে উঠেছে তালেবানরা। ফলে আফগানিস্তানে সংঘাত বৃদ্ধি পেয়েছে। ১১ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তানে অবস্থানরত সব সেনাকে প্রত্যাহারের কথা রয়েছে। এ অবস্থায় জেনারেল স্কট মিলার মঙ্গলবার বলেছেন, আন্তর্জাতিক সেনারা যখন আফগানিস্তান ছেড়ে যাবে, তখন যদি এ দেশটির নেতৃত্ব জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম না হন, তাহলে আফগানিস্তান খুবই কঠিন সময়ের মুখোমুখি হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

 

 

সম্প্রতি তালেবানরা আফগানিস্তানের অনেক অঞ্চলের দখল নিয়েছে।

 

 

এ নিয়ে করুণ এক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে জাতিসংঘ। তার কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগান মিশনের কমান্ডার স্কট মিলার ওই হুঁশিয়ারি দিলেন। বলা হয়েছে, মে মাসের পর আফগানিস্তানের মোট ৩৭০টি জেলার মধ্যে কমপক্ষে ৫০টির দখল নিয়ে নিয়েছে তালেবানরা। এখানেই শেষ নয়। তারা বিভিন্ন শহরকে ঘিরে রেখেছে এবং রাজধানী কাবুলের খুব কাছাকাছি অবস্থান করছে।

 

 

এসব নিয়ে বিরল সংবাদ সম্মেলন করেন জেনারেল স্কট মিলার। তিনি বলেন, ঠিক এই মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতি মোটেও ভাল না। বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, যদি তা অব্যাহত থাকে তাহলে নিশ্চিতভাবে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে আফগানিস্তান। এ বিষয়টি বিশ্বের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত।

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানরা যে চুক্তি করেছে, তার অধীনে তারা থাকছে না বলে অভিযোগ করেন জেনারেল স্কট মিলার। তিনি অভিযোগ করেন, সহিংসতা কমিয়ে আনতে ব্যর্থ হচ্ছে তালেবানরা। সম্প্রতি আফগানিস্তানের কমপক্ষে ১০০ জেলাকে নিজেদের দখলে নেয়ার দাবি করেছে তালেবানরা। বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানের বাহিনীকে যুক্তরাষ্ট্রের আকাশপথে সমর্থনে ঘাটতি থাকার কারণে এমন হচ্ছে। তবে তালেবানদের বিরুদ্ধে আকাশপথে হামলা চালানোর বিষয় উড়িয়ে দেননি জেনারেল স্কট মিলার। তিনি বলেছেন, আমরা বিমান হামলা চালাতে চাই না। যদি বিমান হামলা না চান, তাহলে সব সহিংসতা বন্ধ করতে হবে।

 

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ২০০১ সালের অক্টোবরে আফগানিস্তানে ক্ষমতা থেকে উৎখাত করে তালেবানদের। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার জন্য দায়ী আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন ও অন্য নেতাদের আশ্রয় দিয়েছিল এই তালেবানরা।