দূতাবাসে যাতায়াতকারী শিক্ষার্থী-সহযাত্রী লকডাউনের আওতামুক্ত

Published: 30 June 2021

বিশেষ সংবাদদাতা :


ভিসা সংগ্রহের জন্য বিদেশি মিশনগুলোতে যাতায়াতকারী শিক্ষার্থী এবং তাদের পরিবার বা সহযাত্রীরা সরকার ঘোষিত কঠোর লকডাউনের আওতামুক্ত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তার ভাষ্যটি ছিল এমন- ‘অনেক ছাত্র-ছাত্রী যারা বিদেশে পড়তে যেতে ইচ্ছুক, তাদের ভিসা সংগ্রহের জন্য বিভিন্ন দূতাবাসে যোগাযোগ করতে হচ্ছে। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিসা সংগ্রহে দূতাবাসে যোগাযোগ করার উদ্দেশ্যে রওনা হলে তাদেরকে আটকানো হবে না।’

 

 

বৃহস্পতিবার থেকে সারা দেশে ৭ দিনের শুরু হচ্ছে কঠোর লকডাউন। ওই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে বারণ। লকডাউনে অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। এবারই প্রথম সারা দেশে স্বাস্থ্যবিধি এবং সরকারের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নে সেনা মোতায়েন করা হয়েছে। তবে লকডাউনে ঢাকাস্থ বিদেশি মিশনগুলোর অভ্যন্তরীণ কার্যক্রম সচল থাকছে। ফলে পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতিতে থাকা অনেক শিক্ষার্থীর ভিসা সংগ্রহ কিংবা অন্য যোগাযোগে সংশ্লিষ্ট দূতাবাস বা হাই কমিশনে যেতে হতে পারে।

 

সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থী এবং তাদের সহযাত্রীদের চলাচল নির্বিঘœ করতে বুধবারের এক বৈঠকে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন।