দেশে গণটিকাদানের অনলাইন নিবন্ধন পুনরায় শুরু
বিশেষ সংবাদদাতা :
দেশে করোনা ভাইরাসের গণটিকাদান অনলাইন নিবন্ধন আজ থেকে পুনরায় শুরু হয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে তিন ক্যাটাগরির লোকজন এই নিবন্ধন করতে পারবেন। তিন ক্যাটাগরির মধ্যে মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকল সদস্য বাদ পড়েছিলেন তারা এখন নিবন্ধন করতে পারবেন। এছাড়া আগামী সোমবার থেকে প্রবাসী কর্মীরা নিবন্ধন করতে পারবেন। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ২৭শে জানুয়ারি করোনা ভাইরাসের গণটিকাদানের নিবন্ধন শুরু হয়। পরে ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা সরবরাহ বন্ধ করে দেয়। ফলে টিকা সংকটের কারণে গত ২রা মে অনলাইন নিবন্ধন স্থগিত করা হয়।
ওই দিন পর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮৩৯ জন টিকার নিবন্ধন করেছিলেন।