আয়ারল্যান্ড বিএনপির সভাপতি’র পিতার মৃত্যুতে দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি :
আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসিরের পিতা আলহাজ্ব আমির হোসেনের রুহের আত্বার মাগফিরাত কামনায় বুধবার ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের উদ্দোগে ইউরোপের ১৮টি দেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বহির্বিশ্ব বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কুরআন তেলায়াত করেন মরহুম আমির হোসেনের নাতি ওসামা আমির মোনাজাত করেন আনোয়ার আমির।
দোয়া মাহফিল উপস্থিত ছিলেন ইউরোপ ও বহির্বিশ্ব বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসিরের পিতা আলহাজ্ব আমির হোসেনের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি দেশে বিদেশে ও দলের নেতাকর্মী যারা করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের আশু সুস্থতা কামনায় মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করা হয়।