ঈদুল আজহার পূর্বেই গ্রেফতারকৃত সকল উলামায়ে কিরামদের মুক্তি দিতে হবে

Published: 3 July 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


মানবতা বিবেচনায় রেখে ঈদুল আজহার পূর্বেই দেশের গ্রেফতারকৃত শীর্ষ সকল আলেম সহ বিভিন্ন ইসলামী সংগঠন ও হেফাজতের সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন নর্থ ইংল্যান্ডের উলামাগন।

গত ২৬ জুন ২০২১ ইং শনিবার ব্র্যাডফোর্ডে, প্রায় অর্ধ শতাধিক উলামায়ে কিরামের উপস্থিতিতে, শায়খ মুফতি ছায়ফুল ইসলাম সাহেব-এর সভাপতিত্বে, অনুষ্ঠিত উলামা-মিটিং থেকে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আলেমগন বলেছেন, আজ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম সহ, দেশের খ্যাতিমান কোরআনের মুফাস্সিরগন জেলখানায় বন্দি। সেখানে তাঁরা আজ মানবেতর জীবনযাপন করছেন। জনসাধারণ জানেন আটককৃত উলামায়ে কিরামগন কোনো অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত নন। তারা আদর্শ মানুষ ও সমাজ গঠনের সুমহান লক্ষ্যে, ছাত্রদেরকে মাদরাসায় কোরআন-হাদীসের পাঠদানে নিমগ্ন থাকতেন। তাঁরা ওয়াজ-নসিহতের মাধ্যমে, মানুষের ঈমান-আকিদা বিশুদ্ধ করণ ও অন্যায় অপরাধ থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে উদ্বুদ্ধ করতেন। আলেমগণ নিরন্তর সমাজ ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আজ বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার করে দীর্ঘদিন-যাবত জেলখানায় বন্দি রাখা হয়েছে। দিনের পর দিন রিমান্ডে নিয়ে হয়রানি করা হচ্ছে। এটা বড়ই দুঃখজনক বিষয়। উলামায়ে কিরামের উপর এই জুলুম-নির্যাতন দেশের জনগণ কোনো ভাবেই বরদাশত করবেনা।

ঈদুল আজহার পূর্বেই মানবিক বিবেচনায় গ্রেফতারকৃত সকল উলামায়ে কিরাম ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানাচ্ছি।

সাথে-সাথে দেশের কওমি মাদ্রাসাগুলো শত-শত বছর যাবত দ্বীনি খিদমাত আঞ্জাম দিয়ে আসছে। এসব মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দেয়ার যে ষড়যন্ত্র চলছে, তার তীব্রনিন্দা জানানো হয় ।

সভায় উপস্থিত ছিলেন মাওঃ আব্দুল জলিল,শায়খ মাওঃ আবু তাহের,মাওঃ খলিলুর রহমান,মাওঃ আব্দুল মুহিত,মাওঃ সামসুল হক,মাওঃ মিফতাহ উদ্দীন,হাফিজ জালাল উদ্দিন,মাওঃ সৈয়দ মশহুদ আহমদ,মাওঃ এখলাছুর রাহমান,মাওঃ আব্দুস সালাম,মাওঃ হিফজুর রহমান,মাওঃ সাদিকুর রাহমান,মাওঃ আব্দুস সালাম চরচন্ডি,মাওঃ সৈয়দ ফয়েজ আহমদ,মাওঃ ওবায়দুল হক,মাওঃ ক্বারী আব্দুল জলিল,মাওঃ ফয়জুল হাসান চৌঃ,মাওঃ শাহ আমিনুল ইসলাম,মাওঃ আলী হোসাইন,মাওঃ জুবায়ের আহমদ চৌঃ,মাওঃ আফরোজ আলী,মাওঃ হাবিবুর রাহমান, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ মাহবুব খান,মুফতি আব্দুস সালাম, মাওঃ আব্দুর রহমান চৌঃ,মাওঃ ওলিউর রহমান,মাওঃ মুখলিসুর রহমান,মাওঃ মাহমুদ আলী, মাওঃ কামাল আহমদ,মাওঃ জাহাঙ্গির আলম চৌঃ,মাওঃ বিলাল আহমদ,মাওঃ ইব্রাহিম খাঁন,মাওঃ তহুর উদ্দীন,মাওঃ আলমগীর হোসেন, মাওঃ সাহিদুর রহমান,মাওঃ আবু বকর, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ হাফিজ নাঈমুল ইসলাম, মাওঃ রহমত উল্লাহ প্রমুখ